Posts

Showing posts from June, 2025

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন

Image
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নম্বর টিজি-৩৩৯) একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থানা সূত্রে কালবেলা এই তথ্য নিশ্চিত করেছে। নামার পর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান তিনি। সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় তাকে। রাত ২টা ৪৫ মিনিটে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি এবং তাকে বেশ ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। গত মে মাসের শুরুতে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডা. আ ন ম নৌশাদ খান। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে যান বলে জানা গেছে। তবে তার হঠাৎ দেশত্যাগ ঘিরে শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। পুলিশ সদর দপ্তর উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করে, যারা এই দেশত্যাগে সহযোগীদের চিহ্নিত করতে কাজ শুরু করে। ২০১৩ সালের ২৪ এপ্রিল মো. আবদুল হামিদ প্রথমবার রাষ্ট্রপতি হিসেবে শ...

আফ্রিকার জাগরণ ও পশ্চিমা আধিপত্যের অবসান: ইব্রাহিম ত্রাউরের আহ্বান

Image
ইব্রাহিম ত্রাউরের বক্তব্যের সারাংশ  ত্রাউরে বলেন, আফ্রিকানদের উচিত তাদের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা। শুধু পতাকা ও জাতীয় সংগীত থাকলেই স্বাধীনতা অর্জিত হয় না, যদি অর্থনীতি ও সম্পদের উপর নিয়ন্ত্রণ অন্যদের হাতে থাকে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সোনা ও খনিজ পদার্থ শোষণ করেছে, আর এর বিনিময়ে আফ্রিকা পেয়েছে দারিদ্র্য ও অস্থিতিশীলতা। তিনি স্পষ্টভাবে জানান, আফ্রিকার মানুষ আর ভীত নয়। তারা এখন ঐক্যবদ্ধ এবং জানে যে শত্রু কে। IMF ও অন্যান্য পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানকে তিনি উপনিবেশিকতার নতুন রূপ হিসেবে অভিহিত করেন, যারা ঋণের মাধ্যমে দেশের উপর কর্তৃত্ব বজায় রাখতে চায়। ত্রাউরে আফ্রিকার তরুণদের উদ্দেশ্যে বলেন, এই সংগ্রাম কেবল নেতৃত্বের নয়, বরং প্রতিটি মানুষের দায়িত্ব। নিজেদের মাটি, সম্পদ, এবং ভবিষ্যতের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে। সম্মানিত শ্রোতাগণ, আজ আমরা এমন একজন নেতার কণ্ঠস্বর শুনবো, যিনি পশ্চিমা বিশ্বে কাঁপন ধরিয়েছেন—ইব্রাহিম ত্রাউরে, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতা মানে শুধু পতাকা নয়—স্বাধীনতা মানে আমাদের...