আফ্রিকার জাগরণ ও পশ্চিমা আধিপত্যের অবসান: ইব্রাহিম ত্রাউরের আহ্বান

ইব্রাহিম ত্রাউরের বক্তব্যের সারাংশ 


ত্রাউরে বলেন, আফ্রিকানদের উচিত তাদের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করা। শুধু পতাকা ও জাতীয় সংগীত থাকলেই স্বাধীনতা অর্জিত হয় না, যদি অর্থনীতি ও সম্পদের উপর নিয়ন্ত্রণ অন্যদের হাতে থাকে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সোনা ও খনিজ পদার্থ শোষণ করেছে, আর এর বিনিময়ে আফ্রিকা পেয়েছে দারিদ্র্য ও অস্থিতিশীলতা।


তিনি স্পষ্টভাবে জানান, আফ্রিকার মানুষ আর ভীত নয়। তারা এখন ঐক্যবদ্ধ এবং জানে যে শত্রু কে। IMF ও অন্যান্য পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানকে তিনি উপনিবেশিকতার নতুন রূপ হিসেবে অভিহিত করেন, যারা ঋণের মাধ্যমে দেশের উপর কর্তৃত্ব বজায় রাখতে চায়।


ত্রাউরে আফ্রিকার তরুণদের উদ্দেশ্যে বলেন, এই সংগ্রাম কেবল নেতৃত্বের নয়, বরং প্রতিটি মানুষের দায়িত্ব। নিজেদের মাটি, সম্পদ, এবং ভবিষ্যতের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতেই হবে।

সম্মানিত শ্রোতাগণ,

আজ আমরা এমন একজন নেতার কণ্ঠস্বর শুনবো, যিনি পশ্চিমা বিশ্বে কাঁপন ধরিয়েছেন—ইব্রাহিম ত্রাউরে, বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি।


তিনি বলেন, স্বাধীনতা মানে শুধু পতাকা নয়—স্বাধীনতা মানে আমাদের খনিজ, আমাদের সম্পদ, আমাদের ভবিষ্যতের উপর পূর্ণ নিয়ন্ত্রণ।

ত্রাউরে দাবি করেন, পশ্চিমারা আজও আফ্রিকাকে অর্থনৈতিক দাসত্বে আবদ্ধ রাখতে চায়। IMF এবং বিশ্বব্যাংকের ঋণ হচ্ছে নতুন রকমের উপনিবেশবাদ।

তিনি আহ্বান জানান—"আমাদের তরুণদের এখন আর ভয় নেই। আমরা আমাদের ভবিষ্যৎ নিজেরা গড়ব।"


এই বক্তব্য শুধুমাত্র বুরকিনা ফাসোর জন্য নয়, বরং সমগ্র আফ্রিকার জন্য এক বিপ্লবী ডাক।


ত্রাউরের কণ্ঠে রয়েছে সত্য, সাহস ও পরিবর্তনের প্রত্যয়।

আমাদের উচিত, এই বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া—যাতে নতুন প্রজন্ম জানে, পরিবর্তন সম্ভব।

Comments

Popular posts from this blog

২৮ গোল বাংলাদেশর

Celebrity Cricket Bangladesh. সেলিব্রেটি ক্রিকেট বাংলাদেশ

বাবা সম্পদ বন্টননামা এবং নামজারী করার নিয়ম