আপনার ছোট বাবুটার জন্য সাবধানতা অবলম্বন করুণ
সাবধান থাকবেন। বাচ্চারা পানি পাইলে খুবই খুশি হয়, সেই খুশি যেন আপনার জীবনে দুংখ নিয়ে না আসে সে জন্য সাবধান থাকবেন।
বাড়ির গোসল খানায় রান্নার ঘরে প্রায় সময় ছোট পাত্র বা বালতিতে পানি থাকে, কখনো বড়া কখনো অর্ধেক বা তার কম।
আর আপনার অখেয়াল বসতই চোখের আরালে পানি নিয়ে খেলতে গিয়ে ঘটতে পারে দূরঘটান।
বাচ্ছারা উপর হয়ে পানি উঠাতে গেলেই
দেখা যা পরে যায় আর উঠতে পারে না। আর তার শ্বাস বন্ধ হয়ে অনেক দূরঘটান গটে/গটতে পারে।
করনিয়।
ঘরে বালতি/পাত্রে পানি না রাখা।
অতিপ্রয়জনে রাখলে গোসল খানার দরজা বন্ধ করে রাখা
পানি বাচ্ছাদের হাতের নাগালের বাহিরে রাখা
#attention #children #warning
Comments
Post a Comment