Posts

Showing posts from May, 2025

বাচ্চার মুখে গল্প আনতে চাইলে জিজ্ঞেস করুন এই ১০টি প্রশ্ন👇

Image
  স্কুল থেকে ফিরেই বাচ্চার মুখে চোখ রাখেন বেশিরভাগ মা। ব্যাগ নামানোর আগেই প্রশ্নটা আসে—"আজ দিনটা কেমন কাটল?" প্রশ্নে মায়ের আদর থাকলেও, ক্লান্ত শিশুটির কাছে সেটি হয়ে দাঁড়ায় একঘেয়ে এক পরীক্ষা। বেশিরভাগ সময় উত্তর হয় সংক্ষিপ্ত—"ভালো", "ঠিকঠাক", "যেমন ছিলো"। আসলে, বাচ্চার সঙ্গে যোগাযোগ তৈরির সবচেয়ে ভালো সময়টা হল ওর স্কুলফেরার মুহূর্ত। কিন্তু সেই সুযোগটাকে একটু সৃজনশীলভাবে কাজে লাগানো যায় না? একঘেয়ে প্রশ্ন বাদ দিয়ে যদি একটু ভিন্নভাবে জানতে চাওয়া যায়, তবে হয়তো বাচ্চার মুখে জমে থাকা গল্পগুলো আপনিই টেনে আনতে পারবেন! চলুন দেখে নিই এমন ১০টি সহজ, বন্ধুবান্ধবসুলভ প্রশ্ন—যা আপনার শিশুকে খোলামেলা কথা বলতে উৎসাহ দেবে: 🧩 ১. আজকে স্কুলে কি মজার কিছু হয়েছে? হাস্যকর কিছু? কারও মজার ভুল? এই প্রশ্নে বাচ্চা নিজের মতো করে গল্প বলতে পারে। 📚 ২. নতুন কিছু শিখেছ আজ? পাঠ্যবইয়ের বাইরেও ছোট্ট কিছু শেখা হতে পারে—একটা শব্দ, একটা নিয়ম, একটা অভিজ্ঞতা।  🚻 ৩. স্কুলের টয়লেটটা কেমন? পরিষ্কার থাকে তো? স্বাস্থ্য আর অভ্যাস দুটো নিয়েই সচেতন করতে সাহায্য করে এই প্রশ্ন। 🪑 ৪. তোমার পাশে ...

প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনুসের কাছে আবেদন

Image
 স্যার এই মুহূর্তে আপনি পদত্যাগ করবেন না। আপনার পদত্যাগে দেশ আবারও অভিভাবকহীন হয়ে পড়বে। কিছু রাজনৈতিক স্বার্থ নিশি লোক তারা চায় আপনি সরে জান, যাতে তারা তাদের ভাগ ভাটওয়ারা ঠিক মত নিতে পারে। আপনি পদত্যাগ না করে আপনার দেওয়া সময় মত একটা সুষ্ঠু ও সুন্দুর নির্বাচন দিয়ে দেশ জাতির ভোটের অধিকার নিশ্চিত করে নির্বাচিত সরকারে হাতে ক্ষমতা হস্তান্তর  করুন। দেশের ভবিষ্যৎ গঠনে আপনাকে বড়ই প্রয়জন।  আশকরি আমরা আপনায় সবসময় পাশে পাবো। আব্দুর রহমান 

আপনার ছোট বাবুটার জন্য সাবধানতা অবলম্বন করুণ

Image
 সাবধান থাকবেন। বাচ্চারা পানি পাইলে খুবই খুশি হয়, সেই খুশি যেন আপনার জীবনে দুংখ নিয়ে না আসে সে জন্য সাবধান থাকবেন। বাড়ির গোসল খানায় রান্নার ঘরে প্রায় সময় ছোট পাত্র বা বালতিতে পানি থাকে, কখনো বড়া কখনো অর্ধেক বা তার কম। আর আপনার অখেয়াল বসতই চোখের আরালে পানি নিয়ে খেলতে গিয়ে ঘটতে পারে দূরঘটান।  বাচ্ছারা উপর হয়ে পানি উঠাতে গেলেই দেখা যা পরে যায় আর উঠতে পারে না। আর তার শ্বাস বন্ধ হয়ে অনেক দূরঘটান গটে/গটতে পারে। করনিয়। ঘরে বালতি/পাত্রে পানি  না রাখা। অতিপ্রয়জনে রাখলে গোসল খানার দরজা বন্ধ করে রাখা পানি বাচ্ছাদের হাতের নাগালের বাহিরে রাখা #attention #children #warning

জাতীয় প্রাথমিকে আসছে নিয়োগ

Image
  যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক হতে চান, তাদের জন্য আসছে বি.. নিয়োগ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হবে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। ইতোমধ্যে প্রায় অর্ধলাখ শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বিজ্ঞপ্তিতে থাকবে না পোষ্য ও নারী কোটা। ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।  সম্প্রতি ডিপিইর পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক কামরুন নাহারের স্বাক্ষর করা এক নির্দেশনায় দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের কাছে শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্যপদের হালনাগাদ তালিকা প্রয়োজন। নির্ধারিত ছকে ২০ মে’র মধ্যে ই-মেইলের মাধ্যমে এসব তথ্য পাঠাতে হবে। ডিপিই সূত্র বলছে, বর্তমানে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৮ হাজার ৪৩টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা রয়েছে। জুন মাস নাগাদ এই ...

গাজওয়াতুল হিন্দ

Image
 পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্ম*যুদ্ধ হবে সেটাই হল “গাজওয়াতুল হিন্দ” তথা হিন্দুস্থানের যুদ্ধ।  যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্ম যুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে। আর এই ভবিষৎ বাণী করেছিলেন হযরত রাসুলে পাক (ﷺ) কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ? আর ঈমানদার মুসিলমদের জন্য কতোটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলাবাহুল্য রাখেনা। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান আর হিন্দ হলো স্থানের নাম। ১৪’শ বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রিলঙ্কা, অফগানিস্থান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর  জি হাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি হাদ চালিয়ে যাবে এবং চুড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভ য়া বহ হবে যে হয় তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করা...

২৮ গোল বাংলাদেশর

  বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ভুটান নারী ফুটবল লিগে সাবিনাদের ক্লাব এফসি পারো ২৮-০ গোলে সামস্তের বিপক্ষে জিতেছে। ২৮ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমারই ২৫ টি। বাকি তিন গোল দুই ভুটানিজ সোনম চকি ও সোনম টিসমোর। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৯ গোল। তার ট্রিপল হ্যাটট্রিকের দিনে মনিকা চাকমা করেছেন ৭ গোল। বাংলাদেশের অন্য দুই ফুটবলার সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা ৪ গোল করেন। প্রথমার্ধে সাবিনাদের দল ১০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেছেন সাবিনারা। সাবিনা-ঋতুদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই করতে পারেনি। বাংলাদেশে নারী ঘরোয়া ফুটবলে দশের অধিক গোলের ঘটনা অহরহই হয়। ভুটান নারী লিগে আজকের স্কোরলাইন বাংলাদেশকে ছাড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নারী ফুটবলে ২৮ গোল বিশেষ এক কীর্তিই। এতে অবশ্য ভুটান নারী লিগের মান নিয়ে প্রশ্ন উঠছে ব্যাপকভাবেই। ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্য...

বাবা সম্পদ বন্টননামা এবং নামজারী করার নিয়ম

 বাবা সম্পদ বন্টননামা এবং নামজারী করার নিয়ম  সম্পত্তি বন্টননামা: যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশ থাকেন, তাহলে তাদের মধ্যে একটি আপোষ বণ্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করতে হবে। বন্টননামা করার নিয়ম: ১.  সকল ওয়ারিশগণকে সম্মতিতে আসতে হবে যে কিভাবে সম্পত্তি ভাগ করা হবে। ২.  একটি বন্টননামার খসড়া তৈরি করতে হবে, যেখানে সম্পত্তির বিবরণ এবং প্রত্যেক ওয়ারিশের অংশ স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ৩.  স্ট্যাম্প পেপারে বন্টননামাটি লিখতে হবে এবং সকল ওয়ারিশকে স্বাক্ষর করতে হবে। ৪.  বন্টননামা দলিলটি রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে। ৫.  রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ পরিশোধ করতে হবে। বন্টননামা দলিলের রেজিস্ট্রেশন খরচ সম্পত্তির মূল্যের উপর নির্ভর করে। এছাড়া স্ট্যাম্প শুল্ক, ই-ফি এবং অন্যান্য আনুষঙ্গিক খরচও প্রযোজ্য হবে। নামজারী: নামজারী হলো জমিতে নতুন মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। উত্তরাধিকার সূত্রে বা ক্রয় সূত্রে বা অন্য কোনো প্রক্রিয়ায় জমির মালিকানা পরিবর্তন হলে ...

Celebrity Cricket Bangladesh. সেলিব্রেটি ক্রিকেট বাংলাদেশ

 সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড পরিবেশিত ব্রান্ড গিগাবাইট এর টিম 'গিগাবাইট টাইটানস'। ১৩ মে ২০২৫ তারিখে রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বপ্নধরা স্পার্টানসকে পরাজিত করে গিগাবাইট টাইটানস। গিগাবাইট টাইটানস এর মেন্টর ছিলেন প্রখ্যাত নির্মাতা মোস্তফা কামাল রাজ এবং ক্রিকেটার হিসেবে অংশগ্রহন করেছেন সিয়াম, মেহজাবীন, মৌসুমী হামিদ, তানহা তাসনিয়া, রাফসান, পার্থ শেখ, পাভেল, জাহিদ, আনিকা, মাহা এবং মালিহা সহ একঝাঁক তারকা। Gigabyte Titans, a brand of Gigabyte, presented by Smart Technologies (BD) Limited, emerged as the champions of the Celebrity Champions Trophy 2025. Gigabyte Titans defeated Swapnadhara Spartans in both the men's and women's categories in the final held at Bashundhara Cricket Stadium in the capital on May 13, 2025. Gigabyte Titans was mentored by renowned producer Mostafa Kamal Raj and a host of stars including Siam, Mehjabeen, Mousumi Hamid, Tanha Tasnia, Rafsan,...